[১] ইরানকে করোনাভাইরাস সনাক্তকরণের ৫০ হাজার কিট দিলো রাশিয়া
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ০১:৩৪
ইয়াসিন আরাফাত : [২] রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার বলেন, দেশটির সরকার মরণঘাতী করোনাভাইরাস সনাক্ত করতে তেহরানের দূতাবাসকে ৫০ হাজার কিট দিয়েছে। খুব শিগগিরই এসব কিট ইরানের স্বাস্থ্যকর্মীদের কাছে সরবরাহ করা হবে।আলজাজিরা, পার্সটুডে [৩] রাষ্ট্রদূত জালালি করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে স্বাস্থ্যখাতে সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ …